ইন্টারনেট স্পিডআপ করার দুটি টিপস্



ইন্টারনেটের পারফরমেন্স কিভাবে ভাল করবেন তার দুটি উপায় বাতলে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক…….

সার্ভার হ্যাক করেঃ
  1. প্রথমে run এ গিয়ে regedit টাইপ করে Enter চাপুন। (Windows 7 ইউজার-রা start এ গিয়ে regedit টইপ করে Enter চাপুন)
  2. এখন এভাবে যান HKEY_CURRENT_USER> Software> Microsoft> Windows> CurrentVersion> InternetSettings
  3. এখন ডান পাশের সাদা জায়গায় রাইট ক্লিক করে DWORD Value নিন এবং MaxConnectionsPerServer এই নাম দিয়ে Hexedecimal সিলেক্ট করে এর value 99 দিন। OK দিয়ে বেরিয়ে আসুন।
  4. একইভাবে MaxConnectionsPer1_0Server এর Hexadecimal value দিন 99. OK দিয়ে বেরিয়ে আসুন।
Bit rate বাড়িয়ে:
  1. My computer এ রাইট ক্লিক করে এভাবে যান Propertise >Device Manager >Ports.
  2. এখন Communications ports এ রাইট ক্লিক করে Propertise এ যান । এখন নিচের চিত্রের মত কাজ করুন।
  3. এই উইন্ডোতেই  Flow control এ ক্লিক করে Hardware সিলেক্ট করুন।
  4. এবার  communications port এর নিচেই দেখবেন আপনার ইনস্টলকৃত মডেম আছে। একই কাজগুলো সেগুলোর ক্ষেত্রেও করুন।(না থাকলে দরকার নেই), এবার PC  রিস্টার্ট দিন।

উপরুক্ত গাইড লাইনের কোন বিষয় বুঝতে সমস্যা হলে মন্তব্যের মাধ্যমে জানান বা ফেসবুকে মন্তব্য করুন। দেবাশীষ

0 comments:

Post a Comment

 

Popular Posts

Popular Posts this month

Popular Posts this week