ইন্টারনেটের পারফরমেন্স কিভাবে ভাল করবেন তার দুটি উপায় বাতলে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক…….
সার্ভার হ্যাক করেঃ
- প্রথমে run এ গিয়ে regedit টাইপ করে Enter চাপুন। (Windows 7 ইউজার-রা start এ গিয়ে regedit টইপ করে Enter চাপুন)
- এখন এভাবে যান HKEY_CURRENT_USER> Software> Microsoft> Windows> CurrentVersion> InternetSettings
- এখন ডান পাশের সাদা জায়গায় রাইট ক্লিক করে DWORD Value নিন এবং MaxConnectionsPerServer এই নাম দিয়ে Hexedecimal সিলেক্ট করে এর value 99 দিন। OK দিয়ে বেরিয়ে আসুন।
- একইভাবে MaxConnectionsPer1_0Server এর Hexadecimal value দিন 99. OK দিয়ে বেরিয়ে আসুন।
Bit rate বাড়িয়ে:
- My computer এ রাইট ক্লিক করে এভাবে যান Propertise >Device Manager >Ports.
- এখন Communications ports এ রাইট ক্লিক করে Propertise এ যান । এখন নিচের চিত্রের মত কাজ করুন।
- এই উইন্ডোতেই Flow control এ ক্লিক করে Hardware সিলেক্ট করুন।
- এবার communications port এর নিচেই দেখবেন আপনার ইনস্টলকৃত মডেম আছে। একই কাজগুলো সেগুলোর ক্ষেত্রেও করুন।(না থাকলে দরকার নেই), এবার PC রিস্টার্ট দিন।
0 comments:
Post a Comment