অনেক সময় Windows Update কে Off করা সত্যেও আবার Automatic Update “On” হয়ে যায়। আর কয়েক দিন পর বলে “You may be a victim of Software Conspiracy”। আসুন দেখি কি ভাবে Automatic Updateকে Permanently “Off” করা যায়।
- প্রথমে run এ গিয়ে regedit.exe লিখে enter press করুন
- HKEY_CURRENT_USER এ ক্লিক করুন।
- Software এ ক্লিক করুন।
- Microsoft এ ক্লিক করুন।
- Windows এ ক্লিক করুন।
- Current Version এ এ ক্লিক করুন।
- ওখানে গিয়ে Policies এ রাইট ক্লিক করুন।
- এবার New তে গিয়ে Key সিলেক্ট করুন।
- New Key টার নাম দিন Explorer।
- এরপর Explorer এ গিয়া রাইট ক্লিক করে new তে গিয়ে DWORD 32 bit value সিলেক্ট করুন।
- Doward টির নাম দিন NoWindowsUpdate
- Doward টি তে double click করে এর Value র জায়গায় 1 দিন ।
- এরপর Ok তে Click করে regedit close করুন।
- সবশেষে পিসি restart করুন।
- Restart করার পর উইন্ডোজ আপডেট এ গিয়ে Update Check করুন, দেখবেন Automatic Update “On” হয়ে গেছে।
উপরুক্ত গাইড লাইনের কোন বিষয় বুঝতে সমস্যা হলে মন্তব্যের মাধ্যমে জানান বা ফেসবুকে মন্তব্য করুন। দেবাশীষ।
0 comments:
Post a Comment