ছবি রিসাইজ করার ছোট্ট একটি সফটওয়্যার


আমরা হয়তো অনেকেই ই-মেইলে ছবি সংযুক্ত করে পাঠাই। এক্ষেত্রে যে সমস্যাটা জটিল আকার ধারণ করে তা হলো ছবির সাইজ। আমাদের দেশের নেটের যে কঠিন(!) অবস্থা তাতে নিশ্চয়ই সবার ধারনা আছে ই-মেইলে ছবি সংযুক্ত করা কতোটা কষ্টকর। মাত্র 2-3MB সাইজের ছবি সংযুক্ত করতেই আমাদের নেটের অবস্থা কাহিল হয়ে যায়। আর এসব ঝামেলা থেকে মুক্তি দেবে এ সফটওয়্যারটি। অর্থাৎ শুধু মাত্র ড্রাগ এন্ড ড্রপ করেই ছবির সাইজ ১মেগা থেকে ৪০কেবিতে রূপান্তর করতে পারবেন!

এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন কত কাজের জিনিস। শুধু মাত্র ই-মেইলেই নয় আপনি ঐ ছবি ওয়েবপেজেও ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তাছাড়া আপনার কম্পিউটারের জায়গা কিছুটা হলেও বাঁচবে।


??? কিভাবে ডাউনলোড করবেন ???
ডাউনলোড লিঙ্ক-এ ক্লিক করুন > ৫ সেকেন্ড পর > স্কিপ এড  করুন 

উপরুক্ত গাইড লাইনের কোন বিষয় বুঝতে সমস্যা হলে মন্তব্যের মাধ্যমে জানান বা ফেসবুকে মন্তব্য করুন। দেবাশীষ

0 comments:

Post a Comment

 

Popular Posts

Popular Posts this month

Popular Posts this week