আমি একটা ছোট কিন্তু কাজের সফটওয়্যার এর কথা বলবো দিয়ে খুব সহজেই নিজের ছবি এডিট করতে পারবে। আর সব চেয়ে মজার এবং আনন্দের কথা হলো এটা দিয়ে এত তাড়াতাড়ি কাজ করা যায় যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে। সফটওয়্যারটির নাম হলো PhotoInstrument। মাত্র 6.28 মেগাবাইটের এই সফটওয়্যারটি সাধারন ব্যবহারকারিদের কাছে ফটোশপের বিকল্প।
যা করা PhotoInstrument দিয়ে
- ছবির অপ্রয়োজনিয় অংশ মুছে দিতে পারবেন।
- লাল চোখকে কালো করা যাবে খুব সহজেই।
- ছবির অপ্রোয়জনিয় অংশ মুছে দিতে পারবেন।
- মোটা স্বাস্থ্য সরু করতে পারবেন।
- ঘোলাটে স্কিন পরিস্কার করতে পারবেন। ইত্যাদি …
??? কিভাবে ডাউনলোড করবেন ???
ডাউনলোড লিঙ্ক-এ ক্লিক করুন > ৫ সেকেন্ড পর > স্কিপ এড করুন
0 comments:
Post a Comment