Windows Update কে Permanently Off করুন



অনেক  সময়  Windows Update কে Off করা সত্যেও আবার  Automatic Update “On” হয়ে যায়আর কয়েক দিন পর বলে “You may be a victim of Software Conspiracy” আসুন দেখি কি ভাবে Automatic Updateকে Permanently “Off” করা যায়

  1. প্রথমে run এ গিয়ে regedit.exe লিখে enter press করুন
  2. HKEY_CURRENT_USER  ক্লিক  রুন
  3. Software ক্লিক করুন
  4. Microsoft  ক্লিক করুন
  5. Windows ক্লিক করুন
  6. Current Version এ এ ক্লিক করুন
  7. ওখানে গিয়ে Policies এ রাইট ক্লিক করুন
  8. এবার New তে গিয়ে Key সিলেক্ট করুন
  9. New Key টার নাম দিন Explorer
  10. এরপর  Explorer  গিয়া রাইট ক্লিক করে new তে গিয়ে DWORD 32 bit value সিলেক্ট করুন
  11. Doward টির নাম দিন NoWindowsUpdate
  12. Doward টি তে double click করে এর Value র জায়গায় 1 দিন
  13. এরপর Ok তে Click করে regedit close করুন
  14. সবশেষে পিসি restart করুন
  15. Restart করার পর উইন্ডোজ আপডেট এ গিয়ে Update Check করুন, দেখবেন Automatic Update “On” হয়ে গেছে

উপরুক্ত গাইড লাইনের কোন বিষয় বুঝতে সমস্যা হলে মন্তব্যের মাধ্যমে জানান বা ফেসবুকে মন্তব্য করুন। দেবাশীষ

0 comments:

Post a Comment

 

Popular Posts

Popular Posts this month

Popular Posts this week